ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
মহাদেবপুরে সরকারি খাদ্যগুদামে চাল কেনার উদ্বোধন
Reporter Name

আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরিণ ইরিবোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে এ উপলক্ষে উপজেলা সদরের খাদ্যগুদামে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে সংগ্রহ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, সদর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিষবাথান সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজীহাট সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত

কর্মকর্তা সোহেল রানা প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার উপজেলার তিনটি সরকারি খাদ্যগুদামে ২০ হাজার আটশ ৭৪ মেট্রিক টন চাল কেনা হবে। এজন্য উপজেলার তিনশ ১৯টি চালকলের মধ্যে দুইশ ৮৩টি মিলের মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। বাঁকি ৩৬টি মিলের মালিক চুক্তিবদ্ধ হননি। গত ৯ মে চুক্তি সম্পাদনের শেষ দিন ছিল। গতবছর যেসব মিলের মালিক সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও সরকারি খাদ্যগুদামে চাল দেননি তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গতবছর সরকারি খাদ্যগুদামে কেনার জন্য চালের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতিকেজি ৩৬টাকা। কিন্তু এবার কেজিপ্রতি চার

টাকা বাড়িয়ে সে দাম নির্ধারণ করা হয়েছে ৪০টাকা।

উদ্বোধনী দিনে মেসার্স পিকে অটো রাইস মিলের কাছ থেকে পাঁচ মেট্রিক টন চাল কেনা হয়।

One response to “মহাদেবপুরে সরকারি খাদ্যগুদামে চাল কেনার উদ্বোধন”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/14881 […]

Leave a Reply

Your email address will not be published.

x