ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
নওগাঁ জেলার ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্য
Reporter Name

গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁঃ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নে হঠাৎপাড়া গ্রামের বজ্রপাতে গরু আনতে গিয়ে মৃত গিয়াস উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬২) নামের এক কৃষকের আকস্মিকভাবে মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ১১ মে দুপুরে এই ঘটনাটি ঘটেছে। রেজাউল ইসলাম আজ সকালে নিজেদের গৃহপালিত গরুকে ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশে একটি ধান ক্ষেতে বেঁধে আসে। তারপর বৃষ্টির হওয়ার আশঙ্কা দেখে তিনি নিজেই ওই জমিতে গরু আনতে যায়।

পরে ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময়ে তার গায়ের উপর একটি বজ্রপাত পরে। এতে করে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

x