জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: ভৈরবে ট্রেনের ইঞি।জন লাইনচ্যুৎ হওয়ার ২০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে চালক ইন্জিনটি সান্টিং দেয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে লাইনচ্যুত ইন্জিনটি উদ্ধার করে মূল লাইনে আনা হয়েছে। এতে রেল লাইনের কিছুটা ক্ষতি হয়েছে। রেলওয়ে সূত্র জানায় ইন্জিনটি উদ্ধার করতে আখাউড়া ও ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন ভৈরবের ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালিয়ে ইঞি।জনটি মুল রেল লাইনে ফিরিে আনা হয়।
বাংলাদেশ রেলওয়ের ভৈরব অফিসের সহকারী প্রকৌশলী জিসান দত্ত জানান, সোমবার বিকেলে রেলওয়ের ইন্জিনটি সান্টিং দেয়ার সময় এই ঘটনা ঘটে। তবে ইন্জিন লাইনচ্যুতের কারনে ঢাকা- চট্রগ্রাম, ঢাকা – সিলেট রেলপথে কোন ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। ঘটনাটি ঘটে সাইডিং লাইনে। তিনি বলেন কোন ইন্জিন সান্টিং করতে হলে গতি ৮ মাইল থাকতে হয়। কিন্ত চালক সান্টিয়ের সময় ইন্জিনের গতি ৮ মাইলের বেশী চালায়। ফলে এই দূর্ঘটনাটি ঘটে। ইন্জিন লাইনচ্যুতের কারনে রেললাইনের সামান্য ক্ষতি হলেও এই লাইন ঠিক করা হয়েছে বলে তিনি জানান।