ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সাপাহারে আনসার ও ভিডিপি সদস্যরা পেল ঈদ শুভেচ্ছা উপহার
Reporter Name

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মহাপরিচালকের পক্ষ থেকে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসাবে চাল, মসুর ডাল, ভোজ্য তেল, পেয়াজ ও আলু বিতরণ করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সাহারা রানুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেসনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, নাজমুল হক সনি,সোহেল চৌধুরী রানা প্রমূখ।

x