জয়নাল আবেদীন রিটন,ভরব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ সামগ্রী নিয়ে এতিম অসহায় ও হতদরিদ্রের পাশে দাড়িয়েছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি। কসবা থানাধিন সৈয়দাবাদ গ্রামে কাতার চ্যারেটির অর্থায়নে ২২৫ জনের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ সকাল ১১ টার সময় বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.ইকবাল হোসেন ভূইয়া’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভূইয়া, প্রধান আলোচক কাতার চ্যারেটি বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মোঃ জসীম উদ্দীন চৌধুরী, মোঃ মনির হোসেন বাক্কু চৌধুরী, রহুল আমীন চৌধুরী, রিয়াজুল ইসলাম, আতাউল্লাহ্ ভূইয়া,আতাউর রহমান,মোঃ কামাল উদ্দিন, হাজী ফেরদৌস, ইউ পি সদস্য আঃ করিম,বিল্লাল হোসেন ভূইয়া ও কাতার চ্যারেটির ভৈরবের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বাবলু। আলোচনা শেষে এতিম অসহায় প্রত্যেক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বাবদ ২লিটার তৈল,পোলাও ৩ কেজি পোলাউর চাউল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ৪০০গ্রাম গুঁড়া দুধ, ৬০০গ্রাম লাচ্ছা সেমাই সহ নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মোঃ আমান উল্লাহ চৌধুরী।
প্রজেক্ট ইনচার্জ মোঃ জসীম উদ্দীন চৌধুরী বলেন, লকডাউনের কারণে আজ অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। রাত পোহালেই ঈদ। তাদের মনে ঈদের কোন আনন্দ নেই। স্ত্রী সন্তান নিয়ে হতাশায় ভুগছেন। তাই আমি আমার প্রজেক্টের মাধ্যমে আমার এলাকার হতদরিদ্র মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করে তাদের মুখে একটু হাসি ফুটাতেই আজকের এই আয়োজন। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টানে উপস্থিত লোকদের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছি, আর যারা আসতে পারেনি তাদের বাড়িতে আমি আজকের ঈদ সামগ্রী পৌছে দেব। আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটির পক্ষ থেকে হতদরিদ্রদের এমন সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।