ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করায় ভৈরবে ৯টি বাস আটক
Reporter Name

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাসে যাত্রী বহন করায় ৯টি যাত্রীবাহী বাসকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ । আজ সকালে ঢাকা-সিলেট মহসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ও মাহমুদাবাদ নামক স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বহন ও আন্তঃজেলা পরিবহনের দায়ে নাভা পরিবহন.আয়মান পরিবহন, বিশাল পরিবহন,রিমা পরিবহন, শুভ যাত্রা পরিবহন, যমুনা পরিহন, গোলাপ পরিবহন ও জিহাদ পরিবহনসহ ৯টি বাসকে আটক করে হাইওয়ে পুলিশ । আটককৃত বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হক  জানান, করোনা ভাইরাসের কারনে সরকার লক ডাউন শিতিল করে স্বাস্থ্য বিধি মেনে জেলার ভিতরে বাস চলাচলের অনুমতি দিলে ও আন্তৎজেলা পরিবহন চলাচলের কোন অনুমতি দেয়নি । কিন্ত আটককৃত ৯টি বাসে সরকারি নিষেধ্জ্ঞা অমান্য করে যাত্রী বহন করার দায়ে বাসগুলো আটক করা হয়েছে। সরেকারি নিষেধাজ্ঞা অমান্য কারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

One response to “নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করায় ভৈরবে ৯টি বাস আটক”

  1. jarisakti says:

    … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/14721 […]

Leave a Reply

Your email address will not be published.

x