ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
নওগাঁ নিয়ামতপুর ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ড
Reporter Name

গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত খালিদ বিন মাহবুব রহমান (৪৯) নামে এক ভুয়া চিকিৎসককে ১ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার ।

রোববার বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুশমইল বেলীর মোড়ে ভ্রাম্যমাণ আদালত খালিদ বিন মাহবুব রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে প্রথমে খালিদ বিন মাহবুব রহমান নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দেন। কিন্তু আদালতের কাছে ডিগ্রি অর্জনের কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এ ছাড়া তার চেম্বারের সামনের সাইনবোর্ডে লেখা ডিগ্রির কাগজপত্রও দেখাতে ব্যর্থ হয়। তার জাতীয় পরিচয়পত্রটিও দেখাতে পারেননি তিনি। এতে তিনি ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হন।

ভুয়া চিকিৎসক খালিদ বিন মাহবুব রহমান পেশায় ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হলেও তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে গত একমাস ধরে এলাকায় চিকিৎসা দিয়ে আসছিলেন।

নওগাঁর নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান, ভুয়া চিকিৎসক খালিদ বিন মাহবুব রহমানকে রোববার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

 

4 responses to “নওগাঁ নিয়ামতপুর ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ড”

  1. … [Trackback]

    […] Here you will find 31385 more Information to that Topic: doinikdak.com/news/14660 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/14660 […]

  3. … [Trackback]

    […] There you can find 73057 more Info on that Topic: doinikdak.com/news/14660 […]

  4. jarisakti says:

    … [Trackback]

    […] There you will find 50514 more Info on that Topic: doinikdak.com/news/14660 […]

Leave a Reply

Your email address will not be published.

x