তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ দেশের বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন খুলনার পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এমপি বাবু ব্যক্তিগতভাবে রবিবার সকালে পাইকগাছা পৌর সদরে অবস্থিত নিজ বাসভবনে ৯ কৃতি শিক্ষার্থীর জন্য সংবর্ধনার আয়োজন করেন।
এ সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান সহ বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ বই উপহার প্রদান করেন। এ সময় সংসদ সদস্যের ব্যতিক্রমী এ আয়োজনে মুগ্ধ হয়ে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে লেখাপড়া শেষ করে দেশের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ ৯ কৃতি শিক্ষার্থী। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাবু বলেন, নির্বাচনী এলাকা এক সময় অনেক অবহেলিত থাকলেও এখন আর সেই অবস্থান নাই।
সকল ক্ষেত্রে এলাকার অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। লেখাপড়া থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্ষেত্রে অত্র এলাকার কৃতি সন্তানরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। উল্লেখ্য, এ বছর অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯ জন কৃতি শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। ৯ কৃতি শিক্ষার্থীরা হলেন, রাড়–লী গ্রামের কার্তিক চন্দ্র হরির ছেলে সুমঙ্গল হরি, কপিলমুনি’র প্রদীপ সাধু’র মেয়ে অন্তরা সাধু, কাটিপাড়া গ্রামের লক্ষণ দাশের মেয়ে পিয়ালী দাশ, কাশিমনগর গ্রামের সুকুমার রায়ের ছেলে অনুপম রায়, হরিহরনগর গ্রামের জাহিদ হাসানের ছেলে নূরুল আলম, মুড়াগাছা গ্রামের হান্নান সরদারের ছেলে সাদমান সৌমিক সাদ, বাহিরবুনিয়া গ্রামের সৃষ্টিধর মন্ডলের মেয়ে প্রিয়ন্তী মন্ডল, নাছিরপুর গ্রামের মনোরঞ্জন পালের মেয়ে কৃষ্ণা পাল ও ভিলেজ পাইকগাছা গ্রামের হান্নান গোলদারের মেয়ে হোসনেয়ারা পারভীন মালা।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রভাষক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, ডাঃ শংকর দেবনাথসহ দলীয় নেতৃবৃন্দ।
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/14451 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/14451 […]
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/14451 […]
… [Trackback]
[…] Read More Info here on that Topic: doinikdak.com/news/14451 […]