ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন
Reporter Name

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

প্রতিদিনের মতো রোববার (০৯ মে) ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসন।

এসময় জাতীয় হেল্পলাইন ৩৩৩ তে কল করা ৫০ জন ও পরিবহণ শ্রমিক ৪শ জন, মোট ৪শ ৫০ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় একান্ত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক।আ

x