ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ধনতলা ইউনিয়নের খসড়া বাজেট ঘোষণা ।
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২  ইং অর্থ বছরের খসড়া বাজেট ২৯ এপ্রিল  ২০২১ ইং তারিখ বৃহস্পতিবার বিকালে  ঘোষণা করা হয়েছে।  ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী ৯ লক্ষ ২৭ হাজার ৩০০ টাকার রাজস্ব তহবিলের বাজেট ঘোষণা করেন ।

এবারের খসড়া বাজেটে মোট  আয়  ধরা হয়েছে ৯ লাখ ২৭ হাজার ৩০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে  ৯ লক্ষ২৭ হাজার টাকা এবং উন্নয়ন তহবিলের বাজেট ৬২ লক্ষ  ১০ হাজার ৮০০ টাকা । সর্বমোট বাজেটের পরিমাণ – ৭১ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা ।

ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ধনতলা ইউনিয়ন পরিষদের দীনেশ চন্দ্র সিং  বাজেট সভায় মুক্তিযোদ্ধা ,সাংবাদিক, শিক্ষক, সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

x