ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতায় মাস্ক ও টুপি বিতরণ করেন , আইয়ুব
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামণ আবারও বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁও জেলায়  চানমারি পাড়া (ফকির পাড়ায়) মোঃ আইয়ুব নিজ উদ্যোগে সচেতনতায় পায়ে হেটে হেটে বিনামূল্যে মাস্ক,টুপি,

আতর বিতরণ করেন। শুক্রোবার (৭ মে ) দুপুরে শহরের চৌরাস্তা হতে বড় মাঠ হাজিপাড়া,ও অপদা মসজিদ পর্যন্ত বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এবং পায়ে হেটে হেটে সাধারণ মানুষ ও পথচারীদের সচেতন করার জন্য প্রচারণা চালায়। মোঃ আইয়ুব এর নেতৃত্ব সচেতনতা পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক টুপি,আতর বিতরণ করা হয়। এ সময় করোনার পরবর্তী ঢেউ মোকাবেলায় মোঃ আইয়ুব এর পক্ষে হেন মাইক দিয়ে, সচেতনতায় মাক্স  ও টুপি আতর  বিতরণ করা হয় ও পথচারী, দিনমজুর, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,এলাকার গনমন্য ব্যাক্তি ও নেতা কর্মিরা

x