ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন দুইশত পরিবার
Reporter Name

এম,এ রাজ্জাক স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অাজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁর বিজ্ঞ অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

উপজেলা নির্বাহী আব্দুল হালিম জানান, চলমান বৈশ্বিক মহামারিতে কর্মহীন হয়ে পড়া ২ শ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

x