ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
মান্দায় ক্যান্সার রোগিদের চিকিৎসা সহায়তা প্রদান
Reporter Name

এম, রাজ্জাক স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত রোগিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে ২১ জন রোগিকে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা দপ্তরের অফিস সহকারি হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সমাজসেবা মন্ত্রণালয়ের অধিনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে ২১ জন ক্যান্সার রোগিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রত্যেক রোগিকে অনুদানের ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

x