ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
মা-ছেলেকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়ায় মা-ছেলেকে মারপিটের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ঐ শিক্ষক একই এলাকার বাসিন্দা ইমরান (২৪) কে লোহার রড দিয়ে পিটিয়ে হাতের এলবো জয়েন্ট ভেংগে দিয়েছেন। একই সাথে তার মা গুলবানু (৪৯) কেও মারপিট করেছেন তিনি।

৩ মে সোমবার সন্ধায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম সেনুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইমরান ঐ এলাকার মৃত নয়নের ছেলে।  ইমরানের খালা ২ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রত্না আক্তার জানান, সন্ধার পর ইমরানের পোষা খরগোশকে রবিউলের কুকুর মুখে কামড়ে ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় সে খানকার বাচ্চাদের চিৎকারে ইমরান ইট দিয়ে ঢিল ছুড়লে কুকুরটি খরগোশটিকে ছেড়ে দেয়। পরে ইমরান খরগোশের বাচ্চাটিকে কোলে নিয়ে কান্নাজড়িত কন্ঠে রবিউলকে গালাগালি করে। এটি শুনতে পেয়ে রবিউল বাড়ি থেকে বের হয়ে ইমরানের সাথে বাক বিতন্ডা ও হাতাহাতিতে জড়ায়। পরে হাতাহাতির এক পর্যায়ে রবিউল একটি লোহার রড দিয়ে ইমরানকে পেটান। এ সময় ইমরানের বাম হাতের এলবো জয়েন্ট ভেংগে গিয়ে বলটি পেরে যায়। ইমরানের মা ছেলেকে বাঁচাতে গেলে রবিউল তাকেও মারপিট করে আহত করেন।

পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে ইমরানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।  ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রবিউলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ  সদর হাসপাতালে গিয়ে ইমরান ও তার মায়ের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, ঘটনা জানার পরপরই পুলিশ গিয়ে রবিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে । লিখিত অভিযোগ পেলে পরবর্তি আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x