নাজমুল হক সনি, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রীর পক্ষে করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) প্রার্দুভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের ১৩০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী হিসাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও একটি করে সবান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।
… [Trackback]
[…] Find More on on that Topic: doinikdak.com/news/12511 […]