ঢাকা, শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
পাইকগাছায় ৪ জুয়াড়ী আটক ও নগদ টাকা উদ্ধার করেছে
Reporter Name

মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে ৪ জুয়াড়ী আটক ও নগদ টাকা উদ্ধার করেছে। আটককৃতদের নাম থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

জানাযায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার -কাঁটাখালী এলাকার একটি চিংড়ি ঘেরে শুক্রবার রাত ৮ দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে পালানোর সময়  হাজরাকাটি গ্রামের সময় শহর মোল্যা ছেলে রজব মোল্যা (৫০) কাঁটাখালী গ্রামের লেয়াকত সরদারের ছেলে ইসমাইল সরদার (৩৫) কৃষ্ণনগর গ্রামের মতিয়ার গাজীর ছেলে খলিলুর রহমান, দেবদুয়ারের আয়নুদ্দীন শেখের ছেলে ফিরোজ শেখ (৪২) কে এস আই সুজিত ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের  আটক করে।

ঘটনাস্থল থেকে পুলিশ নগদ ৩,৭৮০ টাকা ও তাশ খেলার সরঞ্জাম উদ্ধার করেছে।

ওসি এজাজ শফী জানান, গোপনে তারা দীর্ঘদিন জুয়া খেলার পাশাপাশি অপরাধমুলক কর্মকান্ড করে  আসছিল। গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x