ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
 ঠাকুরগাঁওয়ে ত্রাণ সাহায্য চাওয়ায় বৃদ্ধকে পেটালেন ইউপি সদস্য
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ত্রাণের কথা বলায় ইউপি সদস্য কর্তৃক মারধরের শিকার হয়েছে ইসলাম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ। ভুক্তভোগী ইসলাম উদ্দিন ও তার ছেলে বুধবার রাত ৯ টার সময় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইউপি ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রুহিয়া ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন ইউপি ভবনের সামনে এক দোকানে বলছিলেন “আমি একজন গরীব মানুষ অথচ সরকারি কোন সাহায্য পাই না।

একটা বয়স্ক ভাতার কার্ডও পেলাম না। সরকার তো অনেক কিছুই দিচ্ছে। আর মেম্বারের কাছে গেলে বলেন কিছুই আসেনি”। এ কথা শুনে গ্রাম পুলিশ বলাই চন্দ্র মুঠোফোনে ইউপি সদস্য বিশ্বনাথ কে এসব কথা বললে তিনি এসে বৃদ্ধ ইসলাম উদ্দিন কে বেধরক মারধর করেন। এক পর্যায়ে বৃদ্ধ ইসলাম মাটিতে পড়ে গেলে তার ছেলে মোস্তাফা এগিয়ে আসলে চকিদার ও মেম্বারের বাহিনী তাকেও মারধর করে। পরে স্থানীয়রা বৃদ্ধ ইসলাম উদ্দীন ও তার ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। ভুক্তভোগী ইসলাম উদ্দিন জানান, আমি দোকানে বসে নিজেই বলছিলাম যে সরকার গরীবদের জন্য এত কিছু করছে কিন্তু আমাদের মেম্বাররা বলে কিছুই আসেনি।

এ কথা শুনে চকিদার মেম্বারকে ফোন করলে বিশ্বনাথ মেম্বার এসে আমাকে এলোপাথারি মারতে থাকে। এ সময় আমার ছেলে বাচাতে আসলে তাকেও তারা জখম করে। এ ব্যপারে ইউপি সদস্য বিশ্বনাথ বলেন, ইসলাম উদ্দিন আমাকে ও চেয়ারম্যান কে নিয়ে গালিগালাজ করে একথা শুনে গ্রাম পুলিশ বলাই আমাকে বলেন। আমি তখন চেয়ারম্যান কে বিষয়টা জানালে তিনি আমাকে ঐ বৃদ্ধকে ২/৪টা চড় থাপ্পড় দিতে বলেন। অন্যদিকে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, বৃদ্ধকে মারপিটের ব্যাপারে আমি কিছুই জানি না। রুহিয়া থানার ওসি চিত্যরঞ্জন কুমার রায় বলেন, ইউপি সদস্য এক বৃদ্ধকে মারধর করেছেন এটা শুনেছি। স্থানীয়ভাবে তাদের বসার কথা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মেম্বারের শাস্তিমুলক বিচার চান ।

Leave a Reply

Your email address will not be published.

x