মনিরুজ্জামান মুন্না, নওগাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে প্রতিদিন ভ্রাম্যমান ইফতার বিতরণ করছে সামাজিক ও সমাজসেবামূলক সংগঠন “ভয়েস” মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর ধারাবাহিকতায় বুধবার (২৮এপ্রিল) বিকেলে নওগাঁর পত্নীতলার পাটিচরা ইউনিয়ন এর আমবাটি মোড় এলাকায় প্রায় ২শ দরিদ্র, অসহায়, ছিন্নমূল পথশিশু, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি শ্রমিক, ড্রাইভার সহ পথচারীদের মাঝে মামুনুর রেজার সার্বিক তত্ত্বাবধানে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
ভয়েসের প্রতিনিধি ও মাসব্যাপী ইফতার প্রজেক্টের কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হালিম বলেন, “যেহেতু করোনা ও লকডাউনের কারণে এবছর মসজিদে ইফতার আয়োজন করা নিষেধ সকার থেকে। তাই ইফতারের আগে পথিক, ভ্রাম্যমান ও দুঃস্থ মানুষদের জন্য আমাদের এ কার্যক্রম”