ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
ভৈরব র‌্যাব কর্তৃক নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার
Reporter Name

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাশকতার মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকার মো ঃ বাছির মিয়ার ছেলে, মোঃ সুমন মিয়া (২৫) , একই এলাকার মো ঃ জলিল মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া ও একই জেলাধিন মোহনপুর গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে জামিল হোসেন (১৬) র‌্যাব সুত্র জানায়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়।  এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করে।

এমন নেক্কার জনক ঘটনায় নাশকতাকারীদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়। আটককৃতদেও সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x