ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
Reporter Name

তৃপ্তি ওঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খুলনার পাইকগাছায় দুস্থ, এতিম ও অসহায় শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌরসভার হোসনেয়ারা মাহতাব হাফিজিয়া মাদ্রাসা, বাসস্ট্যান্ড কারীমিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসা, রাড়–লী আল-হেরা মাদ্রাসা ও শিববাটী আশ্রয়ণ প্রকল্পের এতিম, দুস্থ ও অসহায় শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের মাঝে খাবার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ।

x