ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
  ভৈরবে জোড়া খুন ও লোট-পাটের ঘটনায় ৫টি মামলা
Reporter Name

২৮ এপ্রিল, জয়নাল আবেদীন রিটন,  ভৈরব প্রতিনিধি: ভৈরবের আগানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  গত ১৭ এপ্রিল সংঘর্ষে দুজন খুন ও  ৩ শতাধিক বাড়িÑঘর ভাংচুর ও লোট-পাটের  হত্যাকান্ডের ঘটনায় পৃথক  ৬শ শতাধিক লোককে আসামি করে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে। হত্যাকান্ডের মামলা ২টি তদন্তে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে ।হত্যাকান্ডের পর পরই নিহত মকবুলের ভাই আক্কাছ মিয়া ও নিহত পাভেলের ভাই শেখ উজ্জল বাদী হয়ে ২ শতাধিক লোককে আসামি করে ভৈরব থানায় পৃথক ২টি মামলা দায়ের করে । এদিকে লোট-পাট- ভাংচুর ও নারীর শ্লীলতাহানির অভিযোগে গত ২৬  ও ২৭ এপ্রিল মোবারক মিয়া, আকতার মিয়া ও আওয়াল মিয়া বাদী হয়ে পৃথক ৩ টি মামলা দায়ের করেছেন । ৩ মামলায় এজাহার নামীয় আসামী ৪শ ৩৫ জন এবং অজ্ঞাত ২০/২৫ জন । তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি । তবে নতুন করে যেন আর সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে । তবে হত্যাকান্ডের ঘটনা তদন্তে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে ।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ শাহিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুন্দিয়া ও খলাপাড়ায় ২টি খুনের ঘটনায় অন্তত ২শত জনকে আসামি করে  পৃথক ২টি  এবং বাড়িÑঘর ভাংচুর ও লোট-পাটের ঘটনায় পৃথক ৩টি সহ মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে । আমরা আসামিদের গ্রেফতার করেতে একাধিকবার অভিযান চালিয়েছি । আসামিরা বাড়িতে না থাকায় কাউকে গেস্খফতার করা যায়নি । তবে অভিযান অব্যাহ আছে । তাছাড়া হত্যাকান্ডের মামলা ২টি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে । জমির ধান যাতে ঘরে তুলতে পারে আমরা কৃষকদের সহায়তা করছি

Leave a Reply

Your email address will not be published.

x