এম,এ রাজ্জাক স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় মরহুম সালেহা-তমিজ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভার্চুয়াল সভায় এর উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন স্বাস্থ্য বিভাগ রাজশাহীর পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, ঢাকা বিভাগের পরিচালক বেলাল হোসেন, নওগাঁ সিভিল সার্জন এবিএম আবু হানিফ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম আজম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, জমিদাতা আব্দুস সাত্তার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পারএনায়েতপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নবনির্মিত মরহুম সালেহা-তমিজ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল সভার মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ কাজটি বাস্তবায়ন করেন।