গোলাম রাব্বানী,মান্দা,নওগাঁঃ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ফলের বাজার ও ঔষধ মনিটরিং করা হয়।।
২৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেনের নেতৃত্বে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতিপুর ও নও হাটা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০৭ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা বিপণন কর্মকর্তা ।
এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানটি সহযোগিতা করেন, নওহাটা পুলিশ ফাঁড়ির চৌকষ টিম ।
অভিযানে বলা হয়, জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে । ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে কল করুন ১৬১২১ (হট লাইন)।
… [Trackback]
[…] Read More on that Topic: doinikdak.com/news/10189 […]
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/10189 […]