মিজানুর রহমান,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ ভুয়া পরিচয়ে মাইক্রোবাস সহ একজন প্রতারক কে আটক করেছে।
জানা যায় ১০ জুনাই শনিবার সন্ধা ৬টায় উপজেলার তালমা মোড় নামক স্থানে ফরিদপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সামনে একপাশে পুলিশ অন্য পাশে ডাক্তার লেখা স্টিকার লাগানো দেখে সন্দেহ হলে মাইক্রোবাসটি থামালে ফিরোজ মোল্লা (৩৮) নামে এক প্রতারককে আটক করে।
মাইক্রোবাস যাহার নাম্বার ঢাকা মেট্রো চ ৫১ -৪৯৭০।আটককৃত ফিরোজ মোল্লার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার নরেরকান্দী গ্রামে।
সে ঐ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মাইক্রোবাসের সামনে পুলিশ, ডাক্তার পরিচয়ে স্টিকার লাগিয়ে সড়কে মাইক্রোবাস দিয়ে ভাড়ায় মানুষ নিয়ে চলাচল করায় তার বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা হয়।এ ব্যাপারে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন মামলা শেষে আসামী ফিরোজ মোল্লাকে আদালতে প্রেরন করা হয়েছে।