ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
কামারখন্দে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
Reporter Name

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ):  সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলায়  ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ৬০ উর্ধ্ব বৃদ্ধ দুলালকে গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ।

শনিবার (১০ জুলাই)  রাতে উপজেলার বড় পাকুরিয়া গ্রামে এক শালিসী বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল ওই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম রাকিবুল হুদা জানান, শুক্রবার (০৯ জুলাই) বিকেলে পাশের বাড়ীর ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে শ্লীলতাহানি করে দুলাল।

এ ঘটনায় কন্যা শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শ্লীলতাহানির বিষয়টি মীমাংসার লক্ষে  শনিবার (১০ জুলাই) স্থানীয় শালিসী বৈঠকে থেকে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয় এবং রবিবার (১১ জুলাই) দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সময়ে ওসি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে ।

x