পাবনা জেলার বেড়া থানার মৈত্রবাধা সাকিনের ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ হতে গত ১৮/০৬/২০২১ তারিখ দিবাগত রাত্রীতে একটি লাল রঙের এ্যাপাচি মোটরসাইকেল চোর চুরি করে নিয়ে যায়।বেড়া মডেল থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা রুজু করা হয়,পুলিশ সুপার,পাবনা মহোদয়ের নির্দেশে বেড়া মডেল থানা পুলিশ ও জেলা পাবনা গোয়েন্দা শাখা, একযোগে চোর দলকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে।
পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাবনা জেলার সুজানগর থানার দাসপাড়া এলাকা হতে চোর চক্রের একজন সদস্য ১।মোঃ মনিরুল ইসলাম(২৫)কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ। আসামিদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক চোর চক্রের অপর সদস্য মোঃ সাদ্দাম হোসেন রুবেল (৩০) কে গ্রেফতার করে তার তথ্য মতে পাবনা জেলা ও বেড়া এবং সুজানগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মোঃ মনিরুল ইসলাম (২৫), আসামিকে ২৭/০৬/২০২১তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। আসামী মোঃ সাদ্দাম হোসেন রুবেল এর হেফাজত হইতে এবং তাহার দেওয়া তথ্য মতে সর্বমোট ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামী মোঃ সাদ্দাম হোসেন রুবেল এর বিরুদ্ধে পাবনা থানায় ০৩ টি মামলা রয়েছে।