ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
নগরকান্দায় মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু বকর মিয়ার  মৃত্যুতে সংসদ উপনেতার শোক
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর)

ফরিদপুরের নগরকান্দা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বকর মিয়া সোমবার বেলা ১.৩০ মিনিটে ঢাকায়  ইন্তেকাল করেন– ইন্নানিল্লাহি অইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি উপজেলার জুঙ্গরদী গ্রামের আব্দুল মান্নান মাতুব্বরের পুত্র। পরিবার সুত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকায় ছেলের বাসায় তিনি হৃদ রোগে আক্রান্ত হলে মিরপুরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসময় তিনি স্ত্রী, ২ পুত্র, এক কন্যা, নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি নগরকান্দার উন্নয়নের রূপকার কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী,  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার জুঙ্গুরদী ঈদগাহ ময়দানে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

x