ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)প্রীতম সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,প্রেস ক্লাব সভাপতি ফারুক আাহাম্মদ সরকার প্রমূখ।
কৃষি সম্প্রসারণের উদ্যোগে এসময় ১৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, ৩৩ শতক(০১ বিঘা) জমির জন্য সরকার বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করচ্ছেন। এই উন্নত জাতের বীজ শুধু রাণীশংকৈলে হয় যা উপজেলা থেকে জেলার প্রতিটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে।