ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
ফেনীর পরশুরামে জাম গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীর পরশুরামে জাম গাছ থেকে পড়ে মোঃ সায়েম নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(২৭ জুন) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।

সায়েম উপজেলার মালিপাথর গ্রামের উত্তর পাড়ার মোহাম্মদউল্ল্যার বড় ছেলে।

নিহত সায়েমর বাবা মোহাম্মদউল্লা জানান, রবিবার বিকেলের দিকে সায়েম তার নিজ বাড়িতে জাম পাড়তে গাছে উঠলে হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েম এর অবস্থা আশংকাজনক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পরামর্শ দেয়।

ঘটনার বিষয় নিশ্চিত করে চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, রবিবার বিকালে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় শিশু সায়েম। পরিবারের লোকজন তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য পরশুরাম থেকে রওয়ানা দিলে পথে তার মৃত্যু হয়। রবিবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে বলে জানা গেছে।

x