নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ৫ জুন শনিবার রাত আটার সময়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,তিনি হার্ড ও বয়স জনিত রোগের কারণে দীর্ঘদিন অসুস্থ হয়ে ভর্তি ছিলেন, রবিবার সকাল ১০, ৩০মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার সহ স্থানীয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ উপনেতা সৈয়েদা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
তিনি নেত্রীর আস্থাভাজন ঘনিষ্ঠ জনদের অন্যতম ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু ও নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সে লিম রেজা বিপ্লব ও নগরকান্দা মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর আহবায়ক কমিটির সকল সদস্য সহ বিশিষ্টবেক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ মৃত্যুতে দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের একজন বীর যোদ্ধাকে হারালো। জাতীর এই অকেতুভয় বীরমুক্তিযুদ্ধা শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে শোকাভিভূত নগরকান্দাবাসী গভীর শোক প্রকাশ করেন। মরহুম এর শোকাহত পরিবার পরিজনদের প্রতি নগরকান্দা উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।