ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে এ সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
মে মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন সোনাগাজী সার্কেল সাইকুল আহমেদ ভূইয়া। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নূরুজ্জামান। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান পিপিএম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন ছাগলনাইয়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর দর্জি ও ফুলগাজী থানার এএসআই (নিরস্ত্র) মোঃ ইকবাল হোসেন।
এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সোনাগাজী মডেল থানা এসআই (নিরস্ত্র) মাহবুব আলম সরকার ও সোনাগাজী মডেল থানা এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল গফুর।