জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণের মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪০তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠন।
এছাড়া আগামীকাল সোমবার (৩১ মে) বিকালে শহরের বাবুপাড়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাব অডিটোরিয়ামে শাহাদাত বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (৩০ মে) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক শ্রমিক নেতা আহসান হাবিবের সভাপত্বিতে ও পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ট সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আলমগীর হোসেন, সুমার খান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম, হাসান আলী, আবু সাঈদ লিটন, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, যুগ্ন আহবায়ক আবু বক্কর, মাহামুদুল হাসান সোনামনি, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, যুবনেতা রেজাউল করিম মুকুল, একেএম সাজেদুজ্জামান জিতু, শামীম আক্তার রতন, রফিকুল ইসলাম তুহিন, কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কল্লোল, সেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি সাগর হোসেন রনি, সাবেক ছাত্রনেতা আলামিন হোসেন, কলেজ ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি মাহামুদুল ইসলাম শাওন, ঈশ্বরদী পৌর ছাত্রনেতা নাজমুল হাসান রিসাদ প্রমূখ।
এছাড়াও বিএনপির সিনিয়র নেতারা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের জনগণ এখন ঐক্যবদ্ব। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে শপথ নিচ্ছি যে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে ও তারুণ্যর অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল পরিচালনায় অবৈধ সরকারের কাছে থেকে দেশকে মুক্ত করে এদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।