ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে চৌহালীতে ইয়াবা কারবারি ও মামলার আসামি গ্রেফতার
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ,

সোমবার সন্ধায় চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে বড় ঘোরজান গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মো, মিলন আলী (২৭)কে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ৷

অপরদিকে হাটঘোরজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৫) জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পালাতক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চৌহালী থানার এসআই পার্থ বিশ্বাস, এএসআই মোঃ মতিউর রহমান, মো,শাহিদ আকতারসহ সঙ্গীয় ফোর্স।

চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধার দিকে উপজেলার ঘোরজান ইউনিয়নের বড় ঘোরজান ও হাট ঘোরজান এলাকায় অভিযান চালিয়ে মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মিলন আলী ও মৃত আজমত আলীর ছেলে মোঃ ইদ্রিস আলীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

x