ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
পরশুরাম থেকে স্কুল ছাত্রী’কে অপহরনের দুইদিন পর উদ্ধার
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীর পরশুরাম থেকে অপহৃত স্কুল ছাত্রী(১৬) কে  দুইদিন পর কুষ্টিয়ার কুমারখালি থেকে উদ্ধার করেছে পরশুরাম মডেল থানার পুলিশ।

শুক্রবার(২৮ মে) দুপুরে কুষ্টিয়া ডিবি পুলিশের সহযোগিতায় কুমারখালিতে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত আরমান বিশ্বাস(২১) নামের একজন’কে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় বাদী হয়ে স্কুল ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ২৯ মে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্র জানায়,পরশুরামের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী মোবাইল ফোনে আরমান বিশ্বাস(২১) যুবকের সাথে সম্পর্ক করে।

আরমান বিশ্বাস কুষ্টিয়ার জেলার কুমারখালির মোঃ আক্কাচ বিশ্বাস এর ছেলে।

জানা যায়, অভিযুক্ত আরমান বিশ্বাস ওই স্কুল ছাত্রী’কে পুষলিয়ে গত ২৭ মে(বৃহস্পতিবার) বিকালে পরশুরাম থেকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে অভিভাবকরা স্কুল ছাত্রী’কে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার বাবা বাদী হয়ে মেয়ের সন্ধান চেয়ে পরশুরাম মডেল থানায় ২৭ মে একটি সাধারণ ডায়েরি করে। জিডির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুঃ খালেদ দাইয়ান এর নেতৃত্বে এসআই মশিউর রহমান ও এসআই রেজাউল করিম সহ শুক্রবার দুপুরে পুলিশ প্রযুক্তির সহায়তায় আরমান বিশ্বাসের অবস্থান নিশ্চিত করে।

এর পর পুলিশ কুষ্টিয়া ডিবি পুলিশের সহয়তায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আরমান বিশ্বাস’কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান বিশ্বাস পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুঃ খালেদ দাইয়ান জানান, প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া ডিবি পুলিশ’কে সাথে নিয়ে ২৮ মে শুক্রবার দুপুরে পরশুরাম থানা পুলিশের একটি টিম কুষ্টিয়ার কুমারখালি থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আরমান বিশ্বাসকে আটক করে

x