ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
পরশুরাম নজরুল একাডেমির জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী উদযাপন
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে পরশুরাম নজরুল একাডেমি শাখার  আয়োজনে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পরশুরাম নজরুল একাডেমির  শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পীরা এ সময় শিল্পীদের একক ও সমবেত গানে অনলাইন ও উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

পরশুরাম নজরুল একাডেমি শাখার সাধারণ সম্পাদক ও পরশুরাম প্রেসক্লাব সভাপতি আবু ইউছুফ মিন্টু জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনা মোতাবেক জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী সীমিত পরিসরে করা হয়েছে। প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে জন্মবার্ষিকী পালন করা হলেও এবার সেটা সম্ভব হয়ে উঠেনি। সব কিছু ঠিক হয়ে গেলে আগামী বছর বড় পরিসরে করা হবে জানান তিনি।

x