ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করায় ভৈরবে ৯টি বাস আটক
Reporter Name

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাসে যাত্রী বহন করায় ৯টি যাত্রীবাহী বাসকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ । আজ সকালে ঢাকা-সিলেট মহসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ও মাহমুদাবাদ নামক স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বহন ও আন্তঃজেলা পরিবহনের দায়ে নাভা পরিবহন.আয়মান পরিবহন, বিশাল পরিবহন,রিমা পরিবহন, শুভ যাত্রা পরিবহন, যমুনা পরিহন, গোলাপ পরিবহন ও জিহাদ পরিবহনসহ ৯টি বাসকে আটক করে হাইওয়ে পুলিশ । আটককৃত বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হক  জানান, করোনা ভাইরাসের কারনে সরকার লক ডাউন শিতিল করে স্বাস্থ্য বিধি মেনে জেলার ভিতরে বাস চলাচলের অনুমতি দিলে ও আন্তৎজেলা পরিবহন চলাচলের কোন অনুমতি দেয়নি । কিন্ত আটককৃত ৯টি বাসে সরকারি নিষেধ্জ্ঞা অমান্য করে যাত্রী বহন করার দায়ে বাসগুলো আটক করা হয়েছে। সরেকারি নিষেধাজ্ঞা অমান্য কারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

x