ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
ফেনীর সোনাগাজীতে জেলেদের মাছ ধরার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী পৌরসভার তুলাতলী গ্রামের হত দরিদ্র পিন্টু লাল বালামীর ছেলে শংকর বালামীর মাছ ধরার বেড় জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২৯ এপ্রিল রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে  হতদরিদ্র শংকর বালামী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জাল কিনে দশজন হত দরিদ্র জেলের কর্মের সংস্থা করেন এবং নিজেও তাদের সাথে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

নিজের একটি পুরোনো রিক্সাভ্যানে প্রতিদিনের মতো গতকাল জালটি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম উত্তর কোনে সীমানা প্রাচীরের বাইরে কমল দাসের বাড়ির সামনে রক্ষিত ছিলো। রাতের কোনো সময়ে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা শংকরের বেড় জালে আগুন দিয়ে সম্পুর্ন জাল রিক্সাভ্যান সহ পুড়ে দেয়।

শংকর ও তার পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। কি করে চলবে পরিবার আর কি করেইবা পরিশোধ করবে কিস্তির ঋণ?

শংকরের সাথে মাছ ধরে জীবিকা নির্বাহকারী হতদরিদ্র অন্যান্য জেলেরা জানেনা কি করে সংসার চলবে তাদের কিছুই ভেবে পাচ্ছেননা অসহায় মানুষ গুলো। সমাজের বৃত্তবানদের প্রতি সবিনয় অনুরোধ জানান তাদের পাশে দাঁড়াতে।

x