ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
ভারতের বাকি ভ্যাকসিন না পাওয়া সরকারের চরম ব্যর্থতা: মির্জা ফখরুল
Reporter Name

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাকি ভ্যাকসিন না পাওয়া সরকারের জন্য চরম ব্যর্থতা বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আর্থিক দুর্নীতি কারনেই শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে ভ্যাকসিন আনার দায়িত্ব দিয়েছে।

টিকার জন্য আরও আগেই অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল।

করোনা মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার পুরো দেশের মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিয়েছে। দুর্নীতির কারণে খাদ্যসংকট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।

x