ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Reporter Name
মাদারীপুরের কালকিনি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ৩০৫ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী হাসিনা বেগম (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১২:২৫ মিনিটের দিকে পৌর এলাকার পাংগাশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মো: তানভির হোসেন এর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।

মাদক ব্যবসায়ী হাসিনা বেগম উপজেলার দড়িচর লক্ষিপুর গ্রামের নান্নু মৃধার স্ত্রী।

পুলিশ জানায়, হাসিনা বেগম তালিকাভুক্ত নারী মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী হাসিনা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল। সে বর্তমানে পাঙ্গাশিয় গ্রামে ভাড়া বাড়িতে থেকে বিভিন্ন জায়গায় ইয়াবা ব্যাবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল এর নেতৃত্বে (এসআই) সুমন কুমার আইচ,আশরাফুল ইসলাম,সাঈদ হাসান,(এএসআই)লব কুমার, কনেষ্টাবল শিল্পি ঘটক ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিক্রয়ের সময়ে তাকে আটক করা হয়।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা সহ নারীকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ওই মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

x