ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনিতে চুরি ঠেকাতে রাতজেগে এলাকাবাসীর পাহাড়া
রকিবুজ্জামান,মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। দিনে-রাতে বিভিন্ন বসতবাড়িতে ঘটছে চুরির ঘটনা। এ চুরি ঠেকাতে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডবাসী নিজেরাই রাতজেগে পাহাড়ার ব্যবস্থা করেছেন। গত দুইদিন ধরে তারা চোরের উৎপাত সহ্য করতে না পেরে লাঠি সোঠা হাতে নিয়ে গ্রামের প্রত্যেক বাড়ি-বাড়ি ঘুরে মানুষকে নিরাপদে রাখতে পাহাড়া দিচ্ছেন।

ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, সম্প্রতি পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইউনুস আলী হাওলাদারের কলেজের সামনের খালি বাসার তালা ভেঙ্গে দিন-দুপুরে স্বার্নালঙ্কার নিয়ে যায় চোরেরা। আলীনগর সাবেক ইউপি চেয়ারম্যান মনির বেপারীর বাড়ি থেকে দুইটি মোবাইল, একটি ল্যাপটপ, একটি আংকটি, চেইন ও কিছু নগদ টাকা নিয়ে যায় চোরেরা। একেই এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিদ ভুইয়ার একটি গরু, কাশিমপুর গ্রামের লাল মিয়া বেপারীর একটি গরু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মীরজাহান আমিনের নিজ গ্রাম ৬নং ওয়ার্ডের কাষ্টগড় থেকে তিনটি ছাগল, লক্ষিপুর-পখিরা গ্রাম থেকে একটি ভ্যান চুরি, কানাইপুর গ্রামের কামরুল হোসেনের ঘরে সিদ কেটে বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা। এভাবে একের পর এক পৌর এলাকার বিভিন্ন বাড়িতে চুরির হিড়িক পড়েছে। এ চুরির ঘটনা নিয়ে থানা পুলিশের ভুমিকা নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

ভুক্তভোগী কাউন্সিলর মোঃ ইউনুস আলী ও ছত্তার বেপারীসহ বেশ কয়েকজন বলেন, আগে দেখতাম শুধু রাতের বেলায় চুরি হত। আর এখন দিনের বেলায়ও চুরি শুরু হয়েছে। আমাদের সব সময় চোরের আতঙ্কে থাকতে হয়।

৬নং ওয়ার্ডের ছত্তার, সোহেল ও রিয়াদ বলেন, রাত হলে আমাদের এলাকার গরু, ছাগল, হাস-মুরগীসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা। তাই আমরা এলাকার চুরি ঠেকাতে রাত জেগে চোর পাহাড়া দিচ্ছি। সবসময় আমাদের চোর আতঙ্কে থাকতে হয়।

এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, রাত জেগে এলাকাবাসী চোর পাহাড়া বসিয়েছে বিষয়টি জেনেছি। এটা জনস্বার্থের কাজ। সচেতন মহল সোচ্ছার থাকলে আমাদের পুলিশের সুবিধা হয়। সবার সহযোগীতা থাকলে সুন্দর সমাজ গড়া সম্ভব

12 responses to “মাদারীপুরের কালকিনিতে চুরি ঠেকাতে রাতজেগে এলাকাবাসীর পাহাড়া”

  1. Its such as you learn my mind! You appear to
    grasp so much about this, such as you wrote the e
    book in it or something. I think that you just could do with some
    percent to pressure the message house a little bit, but other than that, this is
    magnificent blog. A great read. I will definitely be back.

  2. Thank you for any other informative site. The place else may just
    I get that type of information written in such a perfect approach?
    I’ve a mission that I am simply now operating on, and I’ve been at the look out for such info.

  3. Thanks for the good writeup. It in reality was once a leisure account it.
    Look complex to far introduced agreeable from you!

    However, how could we keep up a correspondence?

  4. Thank you for any other great post. The place else may just anyone get that kind of info
    in such a perfect method of writing? I have a presentation next week, and I’m on the search for
    such info.

  5. Hi it’s me, I am also visiting this web page regularly, this web site is actually pleasant and the people
    are genuinely sharing fastidious thoughts.

  6. Hi! Someone in my Myspace group shared this website with us
    so I came to check it out. I’m definitely enjoying the information. I’m book-marking and will be
    tweeting this to my followers! Outstanding blog and
    superb design.

  7. What’s up to all, since I am in fact eager of reading
    this webpage’s post to be updated regularly. It consists of good stuff.

  8. I love what you guys tend to be up too. This type of clever work and coverage!
    Keep up the great works guys I’ve included you guys to
    my own blogroll.

  9. Great delivery. Great arguments. Keep up the great
    effort.

  10. Can I simply say what a relief to discover somebody who actually knows what they are discussing online.

    You definitely know how to bring a problem to light and make
    it important. More and more people must check
    this out and understand this side of the story. I was surprised you aren’t more popular
    because you definitely have the gift.

  11. Now I am going to do my breakfast, later than having my breakfast coming again to read other news.

  12. I have been surfing online greater than 3 hours lately, but I never discovered any attention-grabbing article
    like yours. It is pretty price sufficient for me.

    In my view, if all site owners and bloggers made excellent content as you
    did, the net will probably be much more helpful than ever before.

Leave a Reply

Your email address will not be published.

x