মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মসুচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২০শে সেপ্টেম্বর) সকালে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সমাজসেবা উপপরিচালক তাপস ফলিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত)মোঃ সাইফুল ইসলাম।এছাড়াও ফিল্ড সুপারভাইজার মোঃ মশিউর রহমান ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দুইদিন ব্যাপী এই কর্মসূচি আগামীকাল শেষ হবে।