ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
শরীয়তপুরে নাওডোবা বাজারে খাদ্য দ্রব‍্যে ভেজাল মনিটরিং
Reporter Name

মোঃ ইউনুস আলী, শরীয়তপুরঃ শরীয়তপুরে জাজিরা উপজেলায় নাওডোবা বাজারে ভোক্তা অধিকার বিরোধী অভিযান পরিচালনা করেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যে ভেজাল, অতিরিক্ত দাম যাতে না নেওয়া হয় সে ব‍্যাপারে বাজার মনিটরিং করা হয়।

মঙ্গলবার ২০ এপ্রিল সকালে শুদ্ধি অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব‍্যের দাম, ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করার ব‍্যাপারে মাইকিং করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক জনাব সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত হয়।

একাজে সহযোগিতা করেন কনজ‍্যুমারস অ‍্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক‍্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ বিল্লাল হোস‍েন খান সহ বাজার কমিটির সভাপতি ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম। তিনি বলে এ অভিযান সবসময় চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x