ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শরীয়তপুরে করোনা ভাইরাসে মৃত্যু হল উপজেলা শিক্ষা কর্মকর্তার
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মুকিম কোভিড (১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শনিবার (২৪ জুলাই) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান।
তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’ কাজী আব্দুল মোকিমের স্ত্রী আঞ্জুমান আফরোজ বলেন, ‘১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন কাজী আব্দুল মোকিম। তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন।’
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে আব্দুল মোকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমিন রতন।
x