ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
নড়িয়া থানার তৃতীয় লিঙ্গদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
মোঃ ইউনুস আলী- শরীয়তপুর

শরীয়তপুরে নড়িয়া থানার  সকল তৃতীয় লিঙ্গদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন নড়িয়া থানা ইনচার্জ অবনী শংঙ্কর।

মহামারী করোনা ভাইরাসে সবাইকে সতর্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন‍্য অনুরোধ করেন। বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার বলেন। চলমান লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে।

অবনী শংঙ্কর বলেন, আমাদের আইনি প্রক্রিয়া সবসময় চলমান থাকবে। বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে যাতে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল না করতে পারে। যারা আইন ভঙ্গ করছে তাদেরকে শাস্তি ও অর্থদণ্ড করা হচ্ছে।

x