ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
নিয়ামতপুর পশু হাটে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে অর্থদণ্ড
Reporter Name

গোলাম রাব্বানী মান্দা, নওগাঁ: আজ দুপুরে ১৯ এপ্রিল সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ছাতড়া পশু হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসি (ল্যান্ড) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার।

এসময় অতিরিক্ত টোল আদায়ের জন্য ইজারাদারকে ৪০০০০/(চল্লিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ব্যর্থতায় পরবর্তীতে আরো কঠোর ব্যবস্হা নেয়া হবে।

এসি (ল্যান্ড) নীলুফা সরকার জানান যে, হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাগণ অভিযোগ করেন গরুর টোল ৪০০ টাকার স্থলে ৬০০-৬৫০ টাকা,

ছাগল/ভেড়া এর ১৫০টাকার স্থলে ৪০০- ৪৫০ টোল আদায় করা হচ্ছে। উপস্থিত ক্রেতার নিকট ৬০০ টাকা টোল আদায়ের রসিদও দেখা যায়।

এর আগেও একই অভিযোগে এ হাটে একাধিকবার ইজারাদার পক্ষকে জরিমানা করা হয়েছে। তবুও তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হচ্ছেনা!

মনে রাখবেন “নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘন কারীদের পছন্দ করেন না।”

[সূরাঃআল-মায়ীদাঃ৮৭ ]

এসি (ল্যান্ড) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার বলেন, ইজারাদার ও তদসংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সীমা লংঘন করবেন না। আমাদের আরো কঠোর হতে বাধ্য করবেন না। করোনার এ দুঃসময়ে মানুষের পাশে থাকুন। মানবিক আচরণ করুন।

Leave a Reply

Your email address will not be published.

x