ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
পাইকগাছায় চতুর্থ দিনের লকডাউন কার্যকর করতে তৎপর ছিল প্রশাসন
Reporter Name

তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় দ্বিতীয় দফার চতুর্থ দিনের লকডাউন কার্যকর করতে তৎপর ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক।

উপজেলা প্রশাসনের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার দুপুরে উপজেলার বোয়ালিয়া মোড়, জিরো পয়েন্ট, আদালত এলাকা, মৎস্য আড়ৎদারি মার্কেট এলাকা, পোনা মার্কেট এলাকা, কাপড় পট্টি সহ পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলে রাখায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় কয়েক জনকে জরিমানা করা হয়। এর আগের দিন গভীর  রাতে ইউএনও খালিদ হোসেন উপজেলা সদরের বিভিন্ন স্থানে টহল দিয়ে লকডাউন কার্যকর  করেন।  এসময় উপস্থিত ছিলেন পেশকার দিপঙ্কর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার।

x