ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
থাইল্যান্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
Reporter Name

শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এবার ছিলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দিনটি স্মরণে সারা দেশের মতো থাইল্যান্ডেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন থাইল্যান্ডে বাংলাদেশীদের সরকার নিবন্ধিত সংগঠন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া।

স্মৃতিসৌধে পুস্প অর্পনের মধ্য দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পাতায়া গার্ডেন সি ভিউ হোটেল (ফাইভ স্টার) হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টায় পবিত্র কোরআন তেলোয়াত পরিবেশন, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড চনবুরি প্রভিন্স এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ রেওয়াত ফুন লুকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র (পাতায়া) রনাকিথ একাসিং, নাখন ফন লুকিন-ভাইস চেয়ারম্যান অফ প্রভিন্সিয়াল এডমিনস্ট্র্যাটিভ, অর্গানাইজেশন কাউন্সিল চনবুরি থাইল্যান্ড ও লিয়া দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন, সভাপতি জনাব আব্দুল আলীম (মোল্লা), সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও পাতায়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির বর্তমান সভাপতি আব্দুল আলিম মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর হোসেন, আব্দুল আলিম (মোল্লা), শামসুজ্জামান শামীম, লিটন শিকদার, রেওয়াত ফুন লুকিন, রনাকিথ একাসিং, নাখন ফন লুকিন। সভায় বক্তারা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পরিশেষে তারা কমিউনিটির উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্পন্সর হওয়ায় লিয়া দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও কমিউনিটির যেকোন সামাজিক কর্মকাণ্ডে তাকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, থাই কালচারার শো শেষে কমিউনিটির উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ২০২১ এর বিজয়ীদল যমুনা সহ অংশগ্রহণকারী সকল দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২ মার্চ থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টটি ২৩ মার্চ পদ্মা বনাম যমুনা দলের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় যেখানে যমুনা দল ২-১ গোলে জয়লাভ করে। টুর্নামেন্ট এর স্পন্সর হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার। পরে পুরষ্কার বিতরণী শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন ও নৈশভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজ সোর্সঃ থাইল্যান্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

Leave a Reply

Your email address will not be published.

x