টাঙ্গাইলের দেলদুয়ারে ” বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই স্লোগানটি কে সামনে নিয়ে ২০২১-২০২২ সালের আর্থিক রাজস্ব বাজেটের আওতায়, প্লাবন ভূমি/ বর্ষা প্লাবিত ধানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ২০২১
অনুষ্ঠানের আয়োজন করেন দেলদুয়ার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় দেলদুয়ার, টাঙ্গাইল। স্থান : দেলদুয়ার উপজেলা পরিষদ পুকুর দেলদুয়ার, টাঙ্গাইল।
এই সময় পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার -নাগরপুরে এমপি – জনাব আহসানুল ইসলাম টিটু।
এসময় আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকতা জনাব মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মো: আতিয়ার রহমান,দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন, এস প্রতাপ মুকুল সহ-সভাপতি দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ সহ অনন্যা সকল কর্মকতা গন।