ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশী গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পর্তুগালের রাজধানীর লিসবনে নথি জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগে পুলিশ অভিযানের দুজন বাংলাদেশী গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতি দিয়েছেন দেশটির সন্ত্রাসবাদের বিরুদ্ধে গঠিত জাতীয় ইউনিট (ইউএনসিটি)

বিবৃতি বলা হয় “সন্দেহভাজনরা, তাদের অপরাধমূলক কার্যকলাপ ২০২০ সালের প্রথম দিক থেকে শরু করেছে অবৈধ অভিবাসীদের জালিয়াতি মাধ্যমে নিয়মিতকরণ করবে বলে প্রচার করেছে।

মূলত তারা নকল কর্মসংস্থান চুক্তি, নকল আবাসিক শংসাপত্র এবং অন্যান্য যাবতীয় মিথ্যা ডকুমেন্টেশন নিজেরাই তৈরি করতো।

বেশ কয়েকটি অভিযানের পরে রাজধানীর লিসবনের থেকে তাদের আটক করা। শত শত অভিবাসীদের পরিষেবার নামে যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তা প্রায় ২০০.০০০ ইউরো যার বাংলা টাকায় ২ কোটি থেকে আড়াই কোটি টাকার সমপরিমাণ । অনুসন্ধানে গিয়ে দেখা মিলেছে শত শত অভিবাসীদের জন্য ভুয়া নথি পত্র যা আইনও অপরাধ।

আটক বাংলাদেশী দুইজনের মধ্যে একজনের৫৬ বছর বয়সী অন্য জনের বয়স ৪৮ বছর বলে জানানো হয়। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজন দীর্ঘ দিন ধরে বসবাস করছে পর্তুগালে অন্যজন প্রায় ৩ বছর ধরে বসবাস করছেন বলে জানিয়েছেন ।

বাংলাদেশীদের এমন নথি জালিয়াতি নতুন নয় এর আগেও এমন অভিযোগ হয়েছে অনেক বাংলাদেশীদের বিরুদ্ধে।

গত ২০২০ সালে নথি জালিয়াতির অভিযোগে সেফ সরাসরি অভিযান পরিচালনা বাংলাদেশী পরিসেবা অফিসে। যার অভিযোগ ছিলো পাহাড় সমান, আর এটাই ছিলো প্রথম কোন বাংলাদেশীদের বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগের অভিযান।

পর্তুগালে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বাংলাদেশী জানান ডান পন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নানান অভিযোগে জর্জরিত বাংলাদেশীরা তার তার মধ্যে এমন নথি জালিয়াতি অভিযোগ সত্যি খুবই দুঃখজনক আমাদের জন্য । কিছু প্রবাসী বাংলাদেশী লোভে পরে সব জালিয়াতিতে জড়িয়ে পরছে যা বাংলাদেশ কমিউনিটি কে হুমকিতে ফেলবে।

পর্তুগালে বাংলাদেশীরা সুনামের সাথে বিভিন্ন ব্যবসা করে আসলেও মুষ্ঠী কয়েক মানুষের লোভের জন্য বাংলাদেশ কমিউনিটিকে আজ হুমকির মুখে পড়তে হয়েছে। অচিরেই সকল অসাধু মানুষদের কমিউনিটির মুখোমুখি করে বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন পর্তুগালে বসবাস করা অনেক বাংলাদেশী।

One response to “পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশী গ্রেপ্তার”

  1. tlovertonet says:

    You really make it appear really easy along with your presentation but I find this topic to be really one thing which I believe I’d by no means understand. It kind of feels too complex and extremely broad for me. I’m taking a look forward on your subsequent post, I?¦ll attempt to get the dangle of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x