ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
শ্রীবরদীতে ২৮০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ৬টি গ্রামের ২৮০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত। গ্রামগুলো হচ্ছে বলিদাপাড়া চরশিমুলচড়া, লক্ষীডাংরী, চকবন্দি নয়াপাড়া, তিনানী ভেলুয়া, ঢনঢনিয়া ও কাউনের চর। এতেকরে ভেলুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর বলেন, চলতি রোপা আমন মৌসুমের ব্যাপক ক্ষতি হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উজানের যমুনা নদীর পানি ব্রক্ষ্রপুত্র, দশানী ও কাটাখালি নদী হয়ে টানাব্রীজ দিয়ে কাউনিয়ার বিলে প্রবেশ করে ওই গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। ফলে চলতি রোপা আমন মৌসুমের ১১৫ হেক্টর জমির ধান সম্পুর্ন পানিতে নিমজ্জিত, ১৪৫ হেক্টর জমির রোপা আমন আংশিক নিমজ্জিত ও ২০ হেক্টর জমির সবজি আংশিক নিমজ্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ হুমায়ুন দিলদার বলেন, প্রকৃতিক দুর্যোগের কারণে উজানের পানি ভেলুয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এক সপ্তাহের মধ্যে পানি নেমে গেলে ধানের তেমন ক্ষতি হবে না।

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি, মোবাইল: ০১৭১৮-৩৫৯৮০৮, তাং-০৫-০৯-২০২১

 

3 responses to “শ্রীবরদীতে ২৮০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত”

  1. Hi, i think that i saw you visited my weblog so i came to “return the favor”.I am trying
    to find things to improve my website!I suppose its ok to use some of
    your ideas!!

  2. After looking at a handful of the articles on your
    web site, I truly like your way of blogging.
    I bookmarked it to my bookmark site list and will be checking
    back soon. Please check out my website as well and tell me how
    you feel.

  3. Thankfulness to my father who told me regarding
    this website, this blog is truly awesome.

Leave a Reply

Your email address will not be published.

x